Vidyasaarathi Scholarship : বিদ্যাসারথী স্কলারশিপে ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পাওয়া যাবে, আবেদন পদ্ধতি :
Vidyasaarathi Scholarship 2023: বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করলে মিলতে পারে ১ লাখ টাকা। দেশের মেধাবী ছাত্র ছাত্রীদের অনেকেই পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমস্যা দেখা যায়। এই রকম দুঃস্থ অথচ মেধাবী পড়ুয়াদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য বহু স্কলারশিপ চালু রয়েছে। কিন্তু সঠিক তথ্য সঠিক সময়ে জানতে না পারার কারণে অনেক সময়েই স্কলারশিপ গুলিতে আবেদন করা হয়ে ওঠেনা পড়ুয়াদের। এই প্রতিবেদনে এমন একটি স্কলারশিপের ব্যাপারে আলোচনা করা হয়েছে, যেটিতে সমস্ত স্তরের পড়ুয়ারা
বিদ্যাসারথী স্কলারশিপ (Vidyasaarathi Scholarship 2023)
Vidyasaarathi Scholarship- এটি একটি বেসরকারি স্কলারশিপ।
Protean eGov Technologies Limited অথবা NSDL
e-Governance Infrastructure Limited এর তরফে প্রত্যেক বছর দুঃস্থ এবং মেধাবী পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে।
বিদ্যাসারথী স্কলারশিপে বৃত্তির টাকার পরিমাণ
এখানে পড়ুয়াদের শ্রেণী এবং কোর্সের উপর নির্ভর করে বৃত্তির পরিমাণও আলাদা আলাদা হয়।
যেমন-
- স্কুলে পাঠরত শিক্ষার্থীদের 5000 টাকা অবধি বৃত্তি দেওয়া হয়।
- BA, BSc, BCom ডিগ্রি কোর্সে পাঠরত শিক্ষার্থীদের জন্যও বরাদ্দ বৃত্তির পরিমাণ 5000
টাকা।
- অন্যদিকে, ITI এ ডিপ্লোমা করা পড়ুয়াদের 20,000
টাকা করে বৃত্তি দেওয়া হয়।
- B.E./B.TECH ডিগ্রির ক্ষেত্রে 30,000
টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়ে থাকে।
এই ভাবে নানান ডিগ্রির ক্ষেত্রে বৃত্তির পরিমাণও পাল্টে যায়। তবে এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে।
বিদ্যাসারথী স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা
এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হয়, যেগুলো হল –
(1) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
(2) আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে,
(3) আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে।
বিদ্যাসারথী স্কলারশিপের আবেদন পদ্ধতি
এখানে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের বৈধ ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপরে, নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। এর পর সমস্ত রকম প্রয়োজনীয় নথি, নিজের পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে দিতে হবে।
বিদ্যাসারথী স্কলারশিপে জন্য প্রয়োজনীয় নথিপত্র
বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করার জন্য নীচের দেওয়া নথিগুলি লাগবে-
(1) পরিচয়পত্র হিসেবে আধার অথবা ভোটার কার্ড
(2) আবেদনকারীর শেষ বার্ষিক পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট
(3) নতুন ক্লাসে ভর্তি হওয়ার রশিদের ফটোকপি
(4) অ্যাড্রেস প্রুফ বা ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ড
(5) আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস
(6) পরিবারের মোট বার্ষিক আয়ের সার্টিফিকেট
(7) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
বিদ্যাসারথী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট
এই Vidyasaarathi স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানতে অথবা আবেদন করার জন্য
http://vidyasaarathi.co.in/ ওয়েবসাইট ভিজিট করতে হবে।
0 Comments