Kolkata Police Exam Full Syllabus 2021 || কোলকাতা পুলিশের পরীক্ষার সিলেবাস 2021

 

Kolkata Police Exam Full Syllabus 2021 || কোলকাতা পুলিশের পরীক্ষার সিলেবাস 2021

Kolkata Police Exam Full Syllabus 2021: 

2500 শুন্যপদে কোলকাতা পুলিশ নিয়োগের কথা ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব শীঘ্রই এই নিয়োগের নোটিশ জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কোলকাতা পুলিশের সিলেবাস সম্পর্কে আজ আপনারা বিস্তারে জানতে পারবেন।Kolkata Police Exam Full Syllabus 2021.

কোলকাতা পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর উভয় পদেই নিয়োগ করা হবে। আজ শুধুমাত্র কোলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারে জানানো হবে

Kolkata Police Recruitment Process 2021:

সিলেবাস জানার আগে কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াটি জেনে নেওয়া দরকার-

নিয়োগ প্রক্রিয়াঃ

বেশ কয়েকটি ধাপে কোলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হয়ে থাকে, এগুলি হল-

·         শারীরিক মাপের পরীক্ষা (Physical Measurement Test, Or PMT)

·         শারীরিক দক্ষতার পরীক্ষা (Physical Efficiency Test, Or PET)

·         লিখিত পরীক্ষা (Written Exam)

·         ইন্টারভিউ (Interview)

·         মেডিক্যাল পরীক্ষা (Medical Test) 

·         নথিপত্র যাচাইকরণ (Document Verification)

§  আরো আপডেট 2500 শুন্যপদে কোলকাতা পুলিশে নিয়োগের আপডেট 

শারীরিক মাপের পরীক্ষাঃ

পুরুষদের ক্ষেত্রে

 

শ্রেণি 

উচ্চতা

ওজন

বুকের মাপ

জেনেরাল অন্যান্য 

167 সেমি

55-79 কেজি 

78 সেমি, সেইসঙ্গে 5 সেমি ফোলানোর ক্ষমতা।  

ST, গোর্খা, রাজবংশী গাড়োয়ালি 

160 সেমি

52-65 কেজি 

76 সেমি, সেইসঙ্গে 5 সেমি ফোলানোর ক্ষমতা। 

 

মহিলাদের ক্ষেত্রে

 

শ্রেণি 

উচ্চতা

ওজন

জেনেরাল অন্যান্য 

160 সেমি

52-65 কেজি 

ST, গোর্খা, রাজবংশী গাড়োয়ালি 

152 সেমি

50-60 কেজি 

 

শারীরিক দক্ষতার পরীক্ষাঃ 

পুরুষদের ক্ষেত্রে

6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার (1.6 কিমি) পথ দৌড়োতে হবে। 

মহিলাদের ক্ষেত্রে

2 মিনিটে 400 মিটার পথ দৌড়োতে হবে। 

 

লিখিত পরীক্ষার সিলেবাসঃ

মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যার সময়সীমা থাকবে 60 মিনিট বা এক ঘণ্টা। এই পরীক্ষার নেগেটিভ মার্ক রয়েছে- 4 টি ভুল উত্তর দিলে 1 নম্বর কেটে নেওয়া হবে

বিষয় 

সময়সীমা 

মোট নম্বর 

জেনারেল নলেজ 

60 মিনিট (1 ঘন্টা

90 নম্বর 

ইংরেজি 

গণিত (মাধ্যমিক লেভেল)  

রিজনিং 

 

সিলেবাসের বিস্তারিত বিষয়বস্তুঃ

·         জেনেরাল নলেজ বা সাধারণ জ্ঞান

কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের অর্থনীতি, ভারতের ইতিহাস, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সাহিত্য, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভারতের সংবিধান, খেলাধূলা, পুরষ্কার, চলচ্চিত্র, কম্পিউটার

·         ইংরেজি

Unseen Passage, Error Correction, Idioms & Phrases. Comprehension, Fill in the blanks, Sentence Rearrangement, Subject Verb Agreement, Synonyms, Articles, Adverb, Vocabulary, Tenses, Antonyms, Verbs.

·         গণিত

অনুপাত এবং সমানুপাত, অংশীদারী, গড়, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, নৌকা স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সমাহার বৃদ্ধি সুদ, মিশ্রন

·         রিজনিং

সংখ্যা শ্রেণি, বর্ণ শ্রেণি, শ্রেনিবিভাজন, সাদৃশ্য, সাংকেতিকরন অসাংকেতিকরন, দিকনির্নয়, ভেনচিত্র, লুপ্ত সংখ্যা নির্নয়, ম্যাট্রিক্স কোড, বর্নমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা সময়ের ক্রমবিন্যাস, গানিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক, আসন বিন্যাস, বিবৃতি অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা। Kolkata Police Constable Syllabus 2021. 

 

Post a Comment

0 Comments