Silver Jubilee Scholarship 2023: বছরে ১ লাখ টাকা পেয়ে যান
Silver Jubilee Scholarship
Program: দেশের বিভিন্ন স্তরের পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রদান করা হয়। স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় সব স্তরেই ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ পেয়ে থাকেন সরকারী এবং বেসরকারি দুই তরফেই।
সম্প্রতি পড়ুয়াদের উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছে আরেকটি স্কলারশিপ প্রোগ্রাম। যেখানে আবেদন করলে ছাত্রছাত্রীরা প্রতি বছর পেয়ে যাবেন এক লক্ষ টাকার স্কলারশিপ। এর জন্য কী যোগ্যতা লাগবে, কীভাবে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে তাই আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।
Silver Jubilee Scholarship 2023
Silver Jubilee Scholarship এর জন্য যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যা যোগ্যতা লাগবে, তা হল:
(১) উচ্চমাধ্যমিকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ
(২) ITI/
Diploma, Graduate ও Post Graduate স্তরে পড়াশোনা করতে হবে। যেসব ছাত্র ছাত্রী এই বিভাগগুলির মধ্যে যেকোনও একটিতে এই মুহূর্তে পড়াশোনা করছেন, কেবল তাঁরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
(৩) আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
(৪) আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
Silver Jubilee Scholarship-এ অনুদান বা টাকার পরিমান
শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলে বার্ষিক এক লক্ষ টাকা স্কলারশিপ পাবেন।
Silver Jubilee Scholarship-এ আবেদন পদ্ধতি
সম্পূর্ণ অনলাইনে এখানে আবেদন করতে হবে।
(১) আবেদনকারীকে Silver
jubilee scholarship লিখে ওয়েব সার্চ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেলে বৈধ মোবাইল নম্বর এবং মেল আইডি দিয়ে নিজেকে রেজিস্টার করে নিতে হবে।
(২) মোবাইল এবং ইমেল ভেরিফিকেশন হয়ে গেলে এবার আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে যথাযথ ভাবে পূরণ করতে হবে।
(৩) এরপরে, যেসব নথিপত্রের ছবি চাওয়া হয়েছে সেগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(৪) সবশেষে Terms
and Conditions লেখা বক্সটিতে ক্লিক করতে হবে।
(৫) এবার, ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই আবেদনপত্রটি জমা হয়ে যাবে।
Silver Jubilee Scholarship-এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
এই স্কলারশিপে আবেদন করার সময় যেসব নথিপত্র লাগবে সেগুলি হলো:
(১) উচ্চমাধ্যমিকের মার্কশিট
(২) কলেজের অ্যাকাডেমিক ফি স্ট্রাকচার
(৩) কলেজ থেকে পাওয়া বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট
(৪) কলেজের বরাদ্দ করা সিটের নথিপত্র
(৫) পরিবারের মোট আয়ের ইনকাম সার্টিফিকেট
(৬) অভিভাবকের আইটি রিটার্ন ফর্ম
(৭) সচিত্র পরিচয়পত্র বাবদ আধার কার্ড
(৮) ব্যাঙ্কের পাসবুকের কপি
(৯) রঙিন পাসপোর্ট সাইজের একটি ছবি
আবেদনকারীর ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হবার পরে যারা সিলেক্টেড হবেন, সেই সব প্রার্থীদের বার্ষিক এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।
0 Comments