৫০ হাজার টাকা আবেদন করলেই! টাটার এই স্কলারশিপ
উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেধাবী পড়ুয়াদের সহায়তা করার জন্য সরকারি এবং বেসরকারি বহু স্কলারশিপ রয়েছে। তেমনই আজকের প্রতিবেদনে টাটা গোষ্ঠীর এমন একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে আবেদন করতে গেলে পড়ুয়াদের কয়েকটি সহজ শর্ত পূরণ করতে হয়। আর এতে আবেদন করলেই ৫০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।
টাটা গ্রুপের দেওয়া এই বৃত্তিটির নাম হল টাটা পঙ্খ স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship)। এই স্কলারশিপটি দেওয়া হয় সেইসব পড়ুয়াদের, যারা স্কুল লেভেল থেকে শুরু করে গ্র্যাজুয়েশন লেভেলে সায়েন্সের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন। এই বৃত্তি বা স্কলারশিপে আবেদন করলে পড়ুয়ারা বার্ষিক 12 হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন।
তবে, এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য অবশ্য প্রার্থী দের বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যেগুলি নিম্নরূপ :
শর্তাবলী
1. আবেদনকারী পড়ুয়াকে স্কুল অথবা কলেজের পড়ুয়া হতে হবে।
2. পড়ুয়াদের বার্ষিক আয় 2.5 লাখের কম হলে সেই সব পড়ুয়ারা এখানে আবেদন যোগ্য।
3. আবেদনকারী পড়ুয়াদের আগের শ্রেণীতে নূন্যতম 60% নম্বর পেয়ে থাকতে হবে।
4. পড়ুয়াদের বাবা অথবা মা টাটা গ্রুপের কর্মী হলে, সেই পড়ুয়া এখানে আবেদন করতে পারবেন না।
আবেদন পদ্ধতি
এখানে ঘরে বসেই খুব সহজে আবেদন করা যাবে। আবেদন করার জন্য, প্রথমেই Buddy4Study.Com এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর, নিজেদের বৈধ ফোন নম্বর এবং মেল আইডি দিয়ে ওয়েবসাইটে নিজেদের রেজিস্টার করে নিতে হবে প্রার্থীদের।
এবার “Apply Now” অপশনটিতে ক্লিক করুন।এখানে এবার আপনি একটি আবেদন পত্র দেখতে পাবেন।
নিজেদের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদন পত্রটি ফিলাপ করতে হবে।
এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের ছবি আপলোড করতে হবে।
অবশেষে, ‘Submit’ অপশনটি ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
বৃত্তির পরিমাণ
এই স্কলারশিপটিতে আবেদনকারী পড়ুয়াদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বার্ষিক 10 হাজার টাকা, এবং গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা ও পলিটেকনিক কোর্সের পড়ুয়াদের প্রত্যেককে বার্ষিক 12 হাজার টাকা করে বৃত্তি হিসেবে দেওয়া হয়। এইভাবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এই স্কলারশিপে পাওয়া যাবে।
0 Comments