Letter Box Scholarship: লেটার বক্স স্কলারশিপে আবেদন করলেই পাবেন ১৫০০০ টাকা
প্রিয় শিক্ষার্থীরা, আজকের পোস্টটির মাধ্যমে তোমরা জানতে পারবে “লেটার বক্স স্কলারশিপ” (Letter Box Scholarship) নামক একটি নতুন স্কলারশিপের ব্যাপারে। যেটি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর একটি নতুন প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য।
- কারা পাবে এই লেটার বক্স স্কলারশিপ?
- কিভাবে আবেদন করলেই পাবে টাকা?
- কি কি গুরুত্বপূর্ণ নথি লাগবে? – সবকিছুই বিস্তারিত দেওয়া রইল।
এই নতুন লেটার বক্স কলারশিপ কি? (What is Letter Box Scholarship)
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দেওয়ার পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রতিটি শিক্ষার্থীর ইচ্ছা থাকে। কিন্তু এমন কিছু গরিব বা নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থী রয়েছে যারা টাকার অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেনা। আর এই কথাটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব মেলা প্রাঙ্গণ ২০২৩ সালের কিছু মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে জানতে পারেন। আর তারপরে তিনি পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে তাদের পড়াশোনার খরচের সমস্যার সমাধান করার কথা বলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গে শিক্ষা মন্ত্রী “লেটার বক্স স্কলারশিপ” (Letter Box Scholarship) নামে একটি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।
স্কলারশিপের নাম |
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী লেটার বক্স স্কলারশিপ |
যোগ্যতা |
পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনার করতে হবে |
সুবিধা |
পড়াশোনার খরচ দেবে সরকার |
কোন ছাত্র-ছাত্রীরা পাবে এই নতুন স্কলারশিপ? (Eligibility)
এর আগে পশ্চিমবঙ্গে অনেক সরকারি বা বেসরকারি স্কলারশিপ চালু হয়েছিল। এগুলি পাওয়ার জন্য অনেক কিছুই নিয়ম ছিল কিন্তু এই সম্পূর্ণ নতুন স্কলারশিপে কোন নিয়ম নেই, শুধুমাত্র
•
শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
•
ওই শিক্ষার্থীকে তার পড়াশুনা চালিয়ে যেতে হবে
কিভাবে করবেন আবেদন? (How to apply for Letter Box Scholarship)
এখনো পর্যন্ত যা জানা গিয়েছে এই স্কলারশিপ এর আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনেই হবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের প্রধান ভবনে লেটার বক্স কলারশিপ এর আবেদনপত্র জমা নেওয়ার জন্য একটি কক্ষ তৈরি করতে বলেছেন যেখানে শিক্ষার্থীরা তার নিজ আবেদন পত্র জমা দিতে পারবে
কি কি ডকুমেন্ট লাগবে? (What Documents are Required)
স্কলারশিপে আবেদনের জন্য যে সমস্ত উন্নতি অথবা ডকুমেন্টগুলো অতি আবশ্যক সেগুলি হল:-
•
আধার কার্ড
•
ব্যাংক একাউন্ট
•
পাসপোর্ট ফটোগ্রাফ
•
পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট
•
শেষ পরীক্ষার মার্কশীট
•
স্কুল/কলেজের প্রধানের রেকমেন্ডেশন
এই সমস্ত নথিগুলি সহ আবেদন পত্রটিকে পশ্চিমবঙ্গে শিক্ষা দপ্তরের প্রধান ভবনে অর্থাৎ বিকাশ ভবনে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
সুতরাং, আপনি যদি একজন গরিব নিম্ন মধ্যবিত্ত অথবা আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের শিক্ষার্থীর হয়ে থাকেন তাহলে শুধু মাত্র এই নতুন স্কলারশিপ আবেদন করুন আর পেয়ে যান পড়াশোনার সম্পূর্ণ খরচ।
0 Comments