মেধাশ্রী স্কলারশিপ: রাজ্যে স্কুল পড়ুয়াদের ৮০০ টাকা করে বৃত্তি (Medhashree Scholarship 2023)
নমস্কার প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজকের এই পোস্টটির মাধ্যমে তোমরা জানতে পারবে Medhashree
Scholarship 2023 – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া “মেধাশ্রী প্রকল্পের” ব্যাপারে, যার মাধ্যমে রাজ্যে স্কুল পড়ুয়াদের ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া চালু হয়েছে।
মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প কি ?
(Medhashree Scholarship Prakalpa 2023)
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০২৩ সালের জানুয়ারি মাসে এই মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পের কথা উল্লেখ করেন। এই মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার বই খাতা কেনার জন্য বছরে একবার ৮০০ টাকা করে আর্থিক সাহায্য পাবে।
পশ্চিমবঙ্গের অন্যান্য
অনগ্রসর শ্রেণি
অর্থাৎ ওবিসি
শ্রেণি ভুক্ত
(OBC) পঞ্চম শ্রেণী
থেকে অষ্টম
শ্রেণীতে পঠনরত
সমস্ত ছাত্র-ছাত্রীরা এই
স্কলারশিপ পাবে।
এছাড়াও
·
ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
·
রাজ্য বা কেন্দ্র সরকার শিক্ষা বোর্ড স্বীকৃত বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে।
·
ছাত্র বা ছাত্রী যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলটি অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে।
·
পঞ্চম শ্রেণীতে একবার স্কলারশিপে আবেদন করলেই অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপ পাওয়া যাবে।
·
ছাত্র বা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
কী কী ডকুমেন্ট লাগবে ? (Documents)
এই স্কলারশিপ এ আবেদন করার জন্য যে ডকুমেন্ট বা নথিগুলি অতি অবশ্যই লাগবে, সেগুলি হল –
• শিক্ষার্থীর নিজস্ব আধার কার্ড
• শিক্ষার্থীর নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট
• স্কুল থেকে প্রাপ্ত স্টুডেন্ট সার্টিফিকেট
• পঞ্চায়েত প্রধান অথবা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রাপ্ত ওবিসি সার্টিফিকেট
• ইনকাম সার্টিফিকেট
• পাসপোর্ট রঙিন ফটোগ্রাফ
কীভাবে আবেদন করলে পাবে টাকা? (Application Process of Medhashree Scholarship
2023)
এই স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অনলাইনেও করা যাবে, এর জন্য
1. শিক্ষাশ্রী অথবা মেধাশ্রী প্রকল্পের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
2. Website Link: http://202.66.172.169/
3. তারপরে সেখান থেকে নিজের ইমেইল আইডি দিয়ে একাউন্ট তৈরি করে লগইন করে নিতে হবে।
4. এরপর সেখান থেকে স্কুলের লেভেল টাইপ করতে হবে।
5. এরপর সেখান থেকে জেলা, সাব ডিভিশন, ব্লক বা পৌরসভা, স্কুলের নাম সিলেক্ট করতে হবে।
6. ঠিক তারপরেই সেখানে ফ্রেস এপ্লিকেশন (Fresh New Application) নামক একটি অপশন আসবে, সেটাতে ক্লিক করলেই স্কলারশিপ এর ফর্ম সামনে চলে আসবে।
7. তারপরই সেই ফর্মে নির্দেশ অনুযায়ী আবেদনকারীর নাম, পিতার নাম, ঠিকানা, জেলা, লিঙ্গ,বর্ণ,জন্ম তারিখ, স্টুডেন্ট কোড, জাতি/উপজাতি/ওবিসি শংসাপত্র নম্বর, বার্ষিক পারিবারিক আয়, আধার নম্বর, মোবাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর সবকিছুই বসিয়ে দিতে হবে।
8. এরপরে নিচে একটা ক্যাপচা দেখতে পাওয়া যাবে। সেই ক্যাপচাটি পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
নির্দেশ অনুসারে 2023-24 শিক্ষাবর্ষের জন্য অনলাইন নতুন আবেদন 04 এপ্রিল, 2023 থেকে সমস্ত জেলার জন্য শুরু হয়েছিল। বর্তমান অধিবেশন থেকে প্রাপ্ত নির্দেশনা অনুসারে, বাংলার শিক্ষা পোর্টালে (Bangla Shiksha Portal) ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন থাকা, বৃত্তি প্রদানের জন্য বাধ্যতামূলক।
0 Comments