এক্সেল এর দরকারি 10 টি ফর্মুলা Excel Formula

 

এক্সেল এর দরকারি 10 টি ফর্মুলা Excel Formula



এক্সেল সুত্র

SUM ( যোগফল ) নির্ণয়ের সুত্র

PRODUCT( গুণফল ) নির্ণয়ের সুত্র

Average( গড়) নির্ণয়ের সুত্র

MAX (সর্বাধিক) নির্ণয়ের সুত্র

MIN (সর্বনিম্ন) নির্ণয়ের সুত্র

ROUND (আসন্ন মান) নির্ণয়ের সুত্র

COUNT (গণনা ) নির্ণয়ের সুত্র

IF (শর্ত সাপেক্ষ) নির্ণয়ের সুত্র

SQRT (বর্গমূল) নির্ণয়ের সুত্র

POWER(ঘাত) নির্ণয়ের সুত্র

 

এক্সেল এর দরকারি 10 টি ফর্মুলা Excel Formula : এক্সেল ব্যভারকেরিদের তাদের সুবিধার জন্য এক্সেল এর দরকারি 10 টি গুরুত্বপূর্ণ ফর্মুলা (Excel Formula) শেয়ার করা হল। উক্ত ফর্মুলা গুলি এক্সেলে কাজ করতে গেলে খুবই জরুরী। নিম্নে এক্সেল এর দরকারি 10 টি ফর্মুলা Excel Formula শেয়ার করা হল PDF সহ। 

EXCEL এর সুত্র ব্যবহারের পূর্বে আমরা যারা এক্সসেল সমন্ধে কিছু জানি না, একবার জেনে নেবো কিভাবে এক্সসেলে সুত্র কীভাবে প্রয়োগ করা হয়। তার জন্য -প্রথমে Excel ওপেন করতে হবে, এরপর যে CELL ( Sheet- এক একটি ঘরকে Cell বলে ) উত্তর পেতে চান, সে Cell টিকে সিলেক্ট করে নিন, এবং এরপর = ( সমান চিহ্ন ) টাইপ করার পর নিম্ন ফর্মুলা গুলি ব্যবহার করুন।


এক্সেল এর দরকারি 10 টি ফর্মুলা Excel Formula

এক্সেল এর গুরুত্বপূর্ণ সুত্র গুলি হলযোগের সুত্র, গুনের সুত্র, গড় নির্ণয়ের সুত্র, সর্বাধিক এবং সর্বনিম্ন নির্ণয়ের সুত্র, সংখ্যা গনার সুত্র, কন্ডিশন নির্ণয়ের সুত্র , বর্গমূল ঘাত নির্ণয়ের সুত্র। নিম্নে উক্ত সুত্রগুলি বিস্তারিত উদাহারন সহ আলোচনা করা হয়েছে।।

এক্সেল সুত্র

SUM ( যোগফল ) নির্ণয়ের সুত্র

SUM দ্বারা Cell - মধ্যে থাকা সংখ্যার যোগফল নির্ণয় করা হয়।

Syntax:

=sum(1,2,5,6)

=+++

sum(A1,A2,A3,A4)

sum(A1,A2,A3,A4)

sum(A1:A4)

প্রয়োগ করার নিয়ম- Excel ওপেন করে ‘=’ চিহ্নটি টাইপ করুণ এরপর sum(1,2,5,6) টাইপ করার পর এন্টার চাপুন। তৎক্ষণাৎ আপনি তার উত্তর পাবেন। এভাবে ,,নং সুত্র গুলিও প্রয়োগ করে যোগফল করতে পারেন। এছাড়াও Autosum করেও যোগফল বের করতে পারেন। A1,A2,A3,A4 এগুলি হল Cell অ্যাড্রেস নেম। A1 এর মধ্যে যে সংখ্যাগুলি থাকে সেগুলিকে ধারন করবে।

এটি অবশ্যই পড়ুন – মাইক্রোসফ্ট অফিস এক্সেল বাংলা টিউটোরিয়াল ইবুক ডাউনলোড

PRODUCT( গুণফল ) নির্ণয়ের সুত্র

Product দ্বারা Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির গুন নির্ণয় করা যায়।

Syntax:

=5*6*7*6

=product(5,6,7,1)

=product(A1,A2,A3,A4)

=product(A1:A4)

Average( গড়) নির্ণয়ের সুত্র

Average দ্বারা Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির গড় নির্ণয় করা যায়।

Syntax:

=Average(5,6.8)

=Average(A1,A2,A3,A4)

=Average(A1:A4)

MAX (সর্বাধিক) নির্ণয়ের সুত্র

Maximum দ্বারা কোন Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির মধ্যে সর্বাধিক (সবচেয়ে বড়) সংখ্যা নির্ণয় করা যায়।

Syntax:

=Max(5,6.8)

=Max(A1,A2,A3,A4)

=Max(A1:A4)

MIN (সর্বনিম্ন) নির্ণয়ের সুত্র

Minimum দ্বারা কোন Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির মধ্যে সর্বনিম্ন (সবচেয়ে ছোট) সংখ্যা নির্ণয় করা যায়।

Syntax:

=Min(5,6.8)

=Min(A1,A2,A3,A4)

=Min(A1:A4)

ROUND (আসন্ন মান) নির্ণয়ের সুত্র

ROUND আসন্ন মান অর্থাৎ মোটামুটি কাছি অংক দিয়ে প্রকাশ করা হয়। যেমন.৫৬৮৫ সংখ্যাটিকে দুই দশমিক আসন্ন মান লিখতে বলা হলে .৫৭ লেখা হয়।

=round(2.15,1)

2.15 কে মোটামুটি এক দশমিক স্থানে প্রকাশ করলে 2.2 হয়।

COUNT (গণনা ) নির্ণয়ের সুত্র

একটি rang -এর সাংখিক মান গণনা করা হয়।

=Count(5,6.8)

=Count(A1,A2,A3,A4)

=Count(A1:A4)

নং সিনট্যাক্স টির উত্তর হবে ৩। কেননা ওখানে তিনটি অংক রয়েছে।

IF (শর্ত সাপেক্ষ) নির্ণয়ের সুত্র

IF ফর্মুলা দিয়ে শর্ত আরোপ সহ গণনা করা যায়। সাধারন অর্থেকোন বিদ্যালয়ের ছাত্র-ছত্রীদের পাস-ফেল বের করা।শর্ত সাপেক্ষে কোন গণনা থাকলে এই ফর্মুলার সাহাজে সহজে নির্ণয় করা যায়।

Syntax

=IF(A10>=100,A3*2,A2*2)

বর্ণনা-

এখানে A10 যদি 100 - সমান বা বেশি হয় সেক্ষেত্রে A3*2 এই সংকেত ব্যবহৃত হবে।

কিন্তু A10 যদি 100 থেকে কম হয় সেক্ষেত্রে A2*2 সংকেত ব্যবহৃত হবে।

SQRT (বর্গমূল) নির্ণয়ের সুত্র

কোন সংখ্যার বর্গমূল বের করতে SQRT(Square root) ফর্মুলা ব্যবহার করা হয়।

Syntax:

=sqrt(81)

[ 81 এর পরিবর্তে নিজের পছন্দ মতো সংখ্যা বসানো যেতে পারে ]

POWER(ঘাত) নির্ণয়ের সুত্র

কোন সংখ্যার বর্গ বা ঘাত নির্ণয় করতে Power ফর্মুলা টি ব্যবহার করা হয়।

Syntax-

=POWER(5, 2)

এখানে 5 হচ্ছে সংখ্যা এবং 2 হচ্ছে ঘাত। উক্ত সিনট্যাক্স টির উত্তর হবে 25.

বিয়োগের (Subtraction) ফর্মুলা

Excel বিয়োগের নিদৃষ্ট কোন সুত্র হয় না। কোন দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে হলে যে সেলে বিয়োগ নির্ণয় করতে চাই সেখানে = চিহ্ন দিয়ে সংখ্যা দুটির মাঝে বিয়োগ চিহ্ন দিয়ে Enter দিলেই বিয়োগফল বের হবে।

উদাহরণ

=5-3

অথবা Cell এড্রেস দিয়েও কোন সংখ্যার বিয়োগফল নির্ণয় করা যাবে।

সম্পূর্ণ বিনামূল্যে-

আপনি চাইলে EXCEL এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া এক্সেল এর দরকারি 10 টি ফর্মুলা PDF পাবেন ওখানে। কম্পিউটার শিক্ষার্থীদের জন্য এক্সেল এর দরকারি 10 টি ফর্মুলা প্রতিক্ষেত্রে কাজে আসবে।

 

Excel এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্রশ্নঃ CONCATENATE () এর কাজ কী?

উত্তরঃ এই function টির কাজ হল cell- উপস্থিত string গুলিকে সংযুক্ত করে প্রদর্শন করা।

Ex. CONCATENATE (1st Cell reference : 2nd cell referenc)

CONCATENATE (A1, B10) Enter

ধরি, A1 Cell 4 ‘Agomoni’ এবং B10 Cell Barta’ বর্তমান

এক্ষেত্রে output হবে –AgomoniBarta

প্রশ্নঃ Average () ফর্মুলার কাজ কী?

উত্তরঃ এই function টির সাহায্যে Select করা Cell গুলির মানের গড় নির্ণয় করা যায়।

Ex. average (A1 : C1) Enter

এখানে A1 থেকে C1 পর্যন্ত সমস্ত Cell- উপস্থিত মানের গড় নির্ণয় করা

প্রশ্নঃ MS-Excel এর একটি  Sheet Cell এর প্রথম Address কী?

উত্তরঃ MS-Excel এর একটি Sheet এর প্রথম Cell এর Address টি হল – A1

প্রশ্নঃ MS-Excel  IF Function এর Syntax টি লেখ।

উত্তরঃ IF (Logical Test, Value If True, Value If False)

প্রশ্নঃ MS-Excel  Now () Function এর কাজ কী?

উত্তরঃ Now () Function এর সাহায্যে বর্তমান সময় তারিখ দেখা যায়।

প্রশ্নঃ MS-Excel  25 Row এবং 30 Column a Cell এর Address কত?

উত্তরঃ AD 25

প্রশ্নঃ নীচের Statement টি Excel Formula হিসেবে লেখো – যদি ‘A1’ Cell এর মান 50 এর বেশি হয়তবে B1 Cell  Pass অন্যথায় B1 Cell   ‘Fail’ দেখাবে।

উত্তরঃ IF (A1>50, “PASS”, ‘FAIL”)

Formula টি B1 Cell লেখার পর Enter Press করলে উত্তরটি প্রদর্শিত হবে।

প্রশ্নঃ MS-Excel   120 সংখ্যাটি  Scientific Format – কিভাবে প্রকাশিত করবে?

উত্তরঃ 120 সংখ্যাটির MS-Excel Scientific Format টি হবে- 1.2 +02

প্রশ্নঃ নীচের Formula টি Excel  প্রকাশ করো : যদি A1>B1 এবং C1#0 হয়তবে Output Cell   ‘Done’  প্রকাশিত হবে। নচেৎ Cell টি ফাকা থেকে যাবে।

উত্তরঃ IF (A1 > B1 AND C1 <> 0), “Done”,” “)Enter

প্রশ্নঃ Cell Reference বলতে কী বোঝ?

উত্তরঃ MS-Excel এর প্রতিটি Worksheet এর একটি নির্দিষ্ট Address থাকে এবং এই Address কেই Cell Reference বলা হয়। এই Cell Reference এর দ্বারাই প্রত্যেক Cell কে চিহ্নিত করা যায়।

প্রশ্নঃ Relative Cell Reference কাকে বলে ?

উত্তরঃ কোনো Formula একটি Cell থেকে অন্য Cell Copy করার সময় যদি Formula তে ব্যবহূত Cell Reference গুলি নিজে থেকে পরিবর্তিত হয় তখন তাকে বলা হয় Relative Cell Reference.

প্রশ্নঃ Product () Function এর কাজ লেখো।

উত্তরঃ এই Function এর সাহায্যে Select করা Cell গুলির সমস্ত মানের গুণফল নির্ণয় করা যায়।

যেমন- PRODUCT (B10:B20) Enter

এখানে PRODUCT () FUNCTION টির সাহায্যে B10 থেকে B 20 পর্যন্ত সমস্ত Cell এর মানের গুণফল নির্ণয় করা যায়।

প্রশ্নঃ MIN () FUNCTION এর কাজটি লেখো?

উত্তরঃ এই Function এর কাজ হল Select করা Cell গুলির মধ্যে সর্বনিম্ন মানটি প্রদর্শন করা।

যেমন— MIN (A1:A10) Enter

A1 থেকে A10 পর্যন্ত সমস্ত Cell গুলির মধ্য থেকে সর্বনিম্ন মানটি প্রদর্শন করবে।

প্রশ্নঃ ABS () function এর কাজ কী?

উত্তরঃ এই Function টির কাজ হল Select করা Cell উপস্থিত সংখ্যাটির Absolute Value নির্ণয় করা। অর্থাৎ কোন চিহ্ (যেমন + বা)ছাড়া শুধুমাত্র মান নির্ণয় করা।

যেমন – ABS (A10). এখানে, A 10 Cell উপস্থিত শুধুমাত্র মানটি প্রদর্শন করবে কোনো চিহ্ন ছাড়া।

প্রশ্নঃ LEN () Function এর কাজটি লেখো?

উত্তরঃ এই Function টির কাজ হল সংশ্লিষ্ট Cell থাকা String (Word I Sentence) টির দৈর্ঘ্য প্রদর্শন করা অর্থাৎ কতগুলি Character উপস্থিত আছে তার সংখ্যা প্রদর্শন করা।

যেমন – LEN (A10) Enter

এখানে A10 Cell যতগুলি Character থাকবে তার সংখ্যা প্রদর্শিত হবে। ধরি A10 Cell Agomoni Barta” Input আছে, তাহলে এখানে Output 12 প্রদর্শিত হবে।

প্রশ্নঃ Wrap টেক্সট কন্ট্রোল অ্যালাইনমেন্টের কাজ কী?

উত্তর:  Worksheet-এর কোনাে সেলের ডেটা ওই সেলের প্রসারতা (Width) অপেক্ষা বেশি হলে লেখাটি পাশের সেলে চলে যায়। Wrap Text অপশন ব্যবহার করে নির্দিষ্ট সেলের বাইরের লেখা অংশটুকু ওই সেলের নীচের দিকে আনা যায়। ফলে কোনাে সেলের ডেটা সেই সেলের মধ্যেই থাকে, তবে সেলের উচ্চতা (Height) বেড়ে যায়।

প্রশ্নঃ Merge Cell অ্যালাইনমেন্টের কাজ কী?

উত্তর: MS-Excel- Worksheet-এর একাধিক সেলকে একটি সেলে পরিণত করার জন্য Merge Cell টেক্সট কন্ট্রোল অ্যাল্যাইনমেন্টটি ব্যবহৃত হয়।

এটি যেভাবে কাজ করেযে Cell গুলি মার্জ করতে হবে সেগুলিকে Select করে Home রিবনে অন্তর্গত Merge Cell অপশনে ক্লিক করলে সেলগুলি মার্জ হয়ে যাবে।

প্রশ্নঃ কন্ডিশনাল ফ্যাটিং (Conditional Formatting) কাকে বলে ?

উত্তর: এম এস এক্সসেলের Worksheet-  পূর্ব নির্ধারিত শর্তের (কন্ডিশন / Condition) ওপর নির্ভর করে কোনাে সেলের Format স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করার পদ্ধতিকে কন্ডিশনাল ফরম্যাটিং (Conditional Formatting) বলে। এই পদ্ধতির মাধ্যমে কোনাে সেলের Font Color, Font Style, Cell Border, Fill, Pattern, Shading ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা যায়।

Excel এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

1. MS access 2007 রিবনের সংখ্যা হল
a. 1
b. 3
c. 5
d. 2
ans:-c. 5

2.  MS access 2007 কত ধরনের Object থাকে?
a. 7
b. 3
c. 5
d. 9
ans:- a. 7

3.  MS access 2007 এর Data type নয়
a. text
b. memo
c. autoNumber
d. Numeric
ans:-d. Numeric

4.  MS access 2007 এর object নয়
a. form
b. Report
c. Relationship
d. Appliation
ans:- d. Application

5.  MS access এর Data type নয়
a. float
b. date/time
c. memo
d. AutoNumber
ans:- a. float

6. কনটি DBMS Application নয়?
a. ms access 2007
b. SQlite
c. Oracle
d. MS excel
ans:- d. ms excel

7. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ হল
a. oracle
b. MS- Powerpoint
c. MS excel
d.
সব কটি
ans:- a. oracle

8. নীচের কোনটি ডেটাবেস অ্যাপ্লিকেশন নয়?
a. bBase
b. Foxpro
c. Adobe reader
d. SQlite
ans:- c. Adobe Reader

9.  MS access 2007 কোন ফাইলের এক্সটেনশন  হলa. .mob
b. .acd
c. .accdb
d.
কোনটিই নয়
ans:-c. .accdb

10.নীচের কোন Data type টি Blood Group প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়?
a. text
b. number
c. lookup wizard
d. ole object
ans:- d. ole object

11. একটি RDBMS এর উদাহরণ হল
a. ms access
b. ms excel
c. powerpoint
d. calculator
ans:- a. ms access

12. RDBMS উল্লম্ব সারিকে বলা হয়
a. field
b. Report
c. form
d. Relationship
ans:- a. field

13.  MS access কোন ডেটা টাইপের মান পরিবর্তন করা যায় না?
a. currency
b. AutoNumber
c. Float
d. Tent
ans:-b. AutoNumber

14. yes/no ডেটা টাইপের আকার হল
a. 1 bit
b. 1 kb
c. 1 byte
d. 1 GB
ans:-a. 1 bit

15.  MS access 2007 এর কোন object টি সর্ব প্রথম তৈরি হয়
a. Relationship
b. table
c. Report
d. Form
ans:- b. table

16.  MS access 2007 ডেটা বেস অবজেক্ট নয়
a. queries
b. form
c. Relationship
d. spreadsheet
ans:- d. spreadsheet

17.  MS access 2007    কোন অপশনের মাধ্যমে টেবিলের ডেটা টাইপ বেছে নেওয়া হয়?
a. design view
b. report
c. report view
d. create
ans:-a. design view

18.  MS access 2007 কোন অবজেক্ট টি এক ডেটা বেস থেকে অন্ন ডেটা বেসে ইমপোর্ট করা যায়?
a. report
b. table
c. Queries
d.
কোনটিই নয়
ans:- b. table

19.  MS access 2007 সঠিক ফিল্ড বা কলামের নামের উদাহরণ হল
a. #Roll
b. _Roll
c. +Roll
d. $Roll
ans:- b. _Roll

20.  MS access   Blank Database তৈরির সময় Default হিসেবে  কোন রিবন খুলে যায়?
a. datasheet
b. home
c. create
d. database toos
ans:- a. datasheet

21. MS excel ছবি ব্যবহার করার জন্য  Data type হল
a. OLE object
b. text
c. lookup wizard
d.
সব কটি
ans:- a. OLE object

22.  MS access   নীচের কোন অপশনের দ্বারা  Table তৈরি করা হয় না ?
a. singular view
b. design view
c. wizard
d.
সব কটি
ans:- a. singular view

23. কোন ব্যক্তির ঠিকানা বা Address -এর জন্য ব্যবহৃত data type হল
a. Real
b. number
c. text
d. memo
ans:- c. text

24. MS Access নীচের  কোন অপশনের দ্বারা টেবিল তৈরি করা যায় না?
a. singular view
b. design view
c. wizard
d.
সব কটি
ans:- a. singular view

25. Form হল MS Access -এর
a. object
b. data type
c. Queries
d.
কোনটিই নয়
ans:- a. object

26.  MS access Report তৈরির পুর্বে প্রয়োজন
a. table
b. form
c. Relationship
d. Formula
ans:-a. table

27. কোনটির মাধ্যমে  MS access টেবিল তৈরি করা হয়?
a. database tools
b. design view
c. table wizard
d. b,c
উভয়
ans:- d. b,c
উভয়

28.  MS access 2007 ফর্মের ব্যবহার হল
a.
কোয়্যারি তৈরি করা
b.
ডেটা বেস টেবিলে ডেটা এন্ট্রি করা
c.
টেবিলের নাম পরিবর্তন করা
d.
সব কটি
ans:- b.
ডেটাবেস টেবিলে ডেটা এন্ট্রি করা

29.  MS access কোয়্যারি -এর মাধ্যমে করা হয়
a.
টেবিলের ডেটা পালটানো
b.
টেবিলের ডেটা এন্ট্রি করা
c.
টেবিলের ডেটা সার্চ করা
d.
সব কটি
ans:- d.
সব কটি

30. একটি ডেটাবেস  টেবিলে primary key-এর সংখ্যা
a. 2
b. 1
c. 5
d.
কোনটিই নয়
ans:- b. 1

31.  MS access   একাধিক টেবিলের মধ্যে স্থাপিত হয়
a. Report
b. Relationship
c. link
d.
কোনটিই নয়
ans:- b. Relationship

32.  MS access Relationship অপশনটি থাকে
a. home
রিবনে
b. data base tools
রিবনে
c. create
রিবনে
d.
সব কটি
ans:- b. database tools
রিবনে

33.  MS access দুটি টেবিলের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়
a. Record
দ্বারা
b. common field
দ্বারা
c. form
দ্বারা
d.
সব কটি
ans:- b. common field
দ্বারা

34.  MS access কোনটির মাধ্যমে টেবিলের ডেটা দেখা যায় না ?a. design view
b. datasheet view
c. Report
d. form
ans:- a. design view

35.  MS access 2007 Navigation pane টি minimize বা maximize করা যায় ____ ফাংশন কী দ্বারা।
a. F11
b. F9
c. F8
d. F5
ans:- a. F11

36.  MS access - দুটি টেবিলের মধ্যে Relationship হতে পারে
a. 3
প্রকার
b. 2
প্রকার
c. 5
প্রকার
d.
কোনটিই নয়
ans:- 3
প্রকার

37.  MS access   লেখা প্রোগ্রামের অংশের সমষ্টিকে বলে
a. page
b. module
c. a,b
উভয়
d.
কোনটিই নয়
ans:- b. module

38.  MS access যে সমস্ত কাজ পুনরাবৃত্ত হয়, তাদের সমগ্রকে বলে
a. macro
b. form
c. a,b
উভয়
d.
কোনটিই নয়
ans:- a. macro

39.  MS access   এক বা একাধিক টেবিলে তথ্য নির্দিষ্টভাবে সাজিয়ে দেখার জন্য ব্যবহৃত হয়
a. form
b. Report
c. table
d.
কোনটিই নয়
ans:- a. form

40.  MS access Report  হল একটি
a. object
b .module
c. macro
d. form
ans:- a. object

41. Calculator field  তৈরি করা হয় কোন অবজেক্টরের মাধ্যমে?
a. Query
b. form
c. Report
d. Relation
ans:- a. Query
42.  MS access
একটি
a. spreadsheet
b. music player
c. database
d.
কোনটিই নয়
ans:- c. database

43. Report হল  MS access -এর
a. object
b. Query
c. field
d.
কোনটিই নয়
ans:- a. object

44. নীচের কোনটি RDBMS নয়
a. oracle
b. dBase
c. SQL
d. MS access
ans:- a. oracle

45. RDBMS -এর সম্পুর্ন নাম হল
a. Relational database management system
b. Regional database management system
c. Relational database management software
d.
কোনটিই নয়
ans:- a. Relational database management system

46. ডেটা বেস অ্যাপ্লিকেশনের উদাহরন হল
a. dBase
b. Sybase
c. Foxpro
d.
সব কটি
ans:- d.
সব কটি

47.  MS access   টেবিল তৈরি করার জন্য  টেবিল টেবিল টেম্পলেটটি দেখা যায় ____ রিবনে।
a. create
b. home
c. database tools
d. data
ans:- a. create

48. ODBC -এর সম্পুর্ন নাম হল
a. open database connectivity
b. object database connection
c. object database compiler
d.
কোনটিই নয়
ans:- a. open database connectivity

49.  MS access এর অবজেক্ট নয়
a. form
b. table
c. Report
d. Macro
ans:-d. Macro

50.  MS access এর home  রিবনের কটি কমান্ড গ্রুপ দেখা যায়?
a. 7
b. 6
c. 4
d. 5
ans:-a. 7

 

 

 


Post a Comment

0 Comments