WBP Sub Inspector Full Syllabus 2021 || WBP সাব ইন্সপেক্টর সম্পূর্ণ সিলেবাস।

 

WBP Sub Inspector Full Syllabus 2021 || WBP সাব ইন্সপেক্টর সম্পূর্ণ সিলেবাস

যারা পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তাদের জন্য আমরা আজ WBP Sub Inspector Full Syllabus নিয়ে হাজির হয়েছি এখানে আপনারা WBP Sub Inspector এর প্রিলিমিনারি এবং মেন উভয় পরীক্ষারই সিলেবাস পেয়ে যাবেন 

গ্রাজুয়েশন এর ডিগ্রি থাকলে পুলিশ সাব ইন্সপেক্টর এর পরীক্ষা দেওয়া যায়। সিলেবাস জানার আগে এর নিয়োগ পদ্ধতিও জেনে নেওয়া দরকার। 

পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ পদ্ধতিঃ

মোট পাঁচটি ধাপে পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়এগুলি হল

. প্রিলিমিনারি পরীক্ষা

. শারীরিক পরিমাপের পরীক্ষা

. শারীরিক দক্ষতার পরীক্ষা

. মেন পরীক্ষা

. পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ

আজ শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে-   

প্রিলিমিনারি পরীক্ষা (মোট 200 নম্বরের MCQ ):

. জেনারাল স্টাডিজ- 50X2=100

. গণিত25 X2=50

. অ্যানালিটিকাল এবং লজিকাল রিজনিং25 X2=50

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের প্রধান বিষয়বস্তুঃ

. জেনেরাল স্টাডিজঃ সাধারণ জ্ঞানকারেন্ট অ্যাফেয়ার্সভারতের অর্থনীতি, ভারতের ইতিহাসভারতের সংস্কৃতিভারতের সাহিত্য, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানভারতীয় সংবিধানখেলাধূলাপুরষ্কার, চলচ্চিত্রকম্পিউটার 

. গণিতঃ  অনুপাত এবং সমানুপাতঅংশীদারীগড়সময় কার্যনল চৌবাচ্চাসময় দূরত্বট্রেন সম্পর্কিত সময় দূরত্বনৌকা স্রোতশতকরালাভ ক্ষতিসরল সুদচক্রবৃদ্ধি সমাহার বৃদ্ধি হ্রাসমিশ্রন

. রিজনিংঃ   সংখ্যা শ্রেণিবর্ণ শ্রেণিশ্রেনিবিভাজনসাদৃশ্যসাংকেতিক অসাংকেতিকরনদিকনির্ণয় সংক্রান্ত সমস্যাভেন চিনচিত্রলুপ্ত সংখ্যা নির্ণয়ম্যাট্রিক্স কোডিং,  বর্নমালা সংক্রান্ত সমস্যাসংখ্যা সময়ের ক্রমবিন্যাসক্রম নির্নয়গানিতিক ক্রিয়াযুক্তি অনুযায়ী শব্দের বিন্যাসরক্তের সম্পর্ক আসন বিন্যাসবিবৃতি অনুমান,   জ্যামিতিক চিত্র গননা

মেন পরীক্ষাঃ  (মোট 200 নম্বরের বর্ননামূলক)

পেপার 1- এখানে জেনেরাল স্টাডিজ, গণিত এবং রিজনিং থেকে যথাক্রমে 50+25+25=100 নম্বরের পরীক্ষা হবে

পেপার 2- সেকেন্ড পেপারে শুধুমাত্র ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে, মোট নম্বর থাকবে 50 নম্বর

পেপার 3- থার্ড পেপারে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি বিষয়ের বর্ননামূলক পরীক্ষা নেওয়া হবে, মোট নম্বর থাকবে 50

মেন পরীক্ষার সিলেবাসের প্রধান বিষয়বস্তুঃ

পেপার 1- এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের বিষয়বস্তু গুলো পড়লেই হবে।  

পেপার 2- (ইংরেজি)

·         Drafting of report from the points on material supplied

·         Translation from Bengali Hindi Urdu Nepali as the case may be to English

·         Condensing of a prose message (Summary/Precis)

·         Correct use words correction of sentence,  Use of common phrases,   Synonyms and Antonyms

পেপার 3- (বাংলা/হিন্দি/উর্দু/নেপালি)

·         খসড়া প্রতিবেদন

·         ইংরেজি থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি ভাষায় অনুবাদ   

 

Post a Comment

0 Comments