বিনামূল্যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট মোবাইলে: Online Residential Certificate: (Westbengal Residential Certificate)
রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট একজন ব্যক্তির বাসস্থানের ঠিকানা নির্দেশ করে। বর্তমানে বিভিন্ন প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বাসিন্দা সার্টিফিকেটের প্রয়োজন হয়, এছাড়াও আরও সরকারের বিভিন্ন কাজে অনলাইন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হয়।
(Westbengal Residential Certificate)
বাসিন্দা সার্টিফিকেট এর মাধ্যমে কোন ব্যক্তির বাসস্থানের ঠিকানা নির্দেশ করা হয়। কোন ব্যক্তি কোন স্থানে কতদিন থেকে বাস করছে তা বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে বোঝা যায় অর্থাৎ কোন ব্যক্তি কোন রাজ্যের কোন অঞ্চলের বাসিন্দা তা সহজে বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে বোঝে যায় পশ্চিমবঙ্গে বসবাসকারী যে কোন ব্যক্তি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়া: মোবাইল পোর্টালে অনলাইন পদ্ধতি
এবার দেখানো কিভাবে অনলাইনে মোবাইলের সাহায্যে খুব সহজেই বাসিন্দা সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন।
(১) অনলাইনে বাসিন্দা সার্টিফিকেটের আবেদন করার জন্য প্রথমে সরকারের ই-ডিস্ট্রক অফিসিয়াল পোর্টালের ওয়েবসাইটে আসতে হবে।
(২) এরপর প্রথমে নাম, মোবাইল নাম্বার সহ বিভিন্ন প্রয়োজনে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকালে একটি ইউজার আইডি তৈরি করতে হবে।
(৩) এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইউজার আইডি বা ইমেল আইডি দিয়ে লগইন করতে হবে। লগইন করার সময় একটি ক্যাপচা কোড নিচের ঘরে হুবহু লিখতে হবে এবং সাইন ইন অপশনে ক্লিক করতে হবে।
(৪) এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি পরবর্তী পেজে সঠিক জায়গায় পূরণ করে সাবমিট অপশন এ ক্লিক করতে হবে।
(৫) এরপর আপনার সামনে সম্পূর্ণ আবেদন পত্রটি খুলে যাবে এবং সেখানে প্রয়োজনীয় তথ্য সহ সম্পূর্ণ আবেদন পত্রটি ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে। এরপর সবকিছু ঠিকঠাক দেখে ফাইনাল সাবমিট করতে হবে
(৬) এরপর আপনি একটি নাম্বার পাবেন সেই নাম্বার দিয়ে আপনার বাসিন্দা সার্টিফিকেটটি পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন আবেদন করার পর আপনাকে অপেক্ষা করতে হবে বিডিও ভেরিফিকেশনের জন্য।
প্রয়োজনীয় নথিপত্র: যেসব কাগজপত্র আপলোড করতে হবে
এবার দেখে নেয়া যাক অনলাইন বাসিন্দা সার্টিফিকেট আবেদন করার জন্য কি কি নতুনত্বের প্রয়োজন হবে।
(১) বাসস্থানের প্রমান হিসেবে আপনি পঞ্চায়তের রেসিডেন্স সার্টিফিকেট ব্যবহার করতে পারেন।
(২) পরিচয় প্রমাণপত্র যেমন:- আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি।
(৩) আপনার নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ।
(৪) জন্ম তারিখের প্রমাণপত্র যেমন:- মাধ্যমিকের মার্কশিট বা জন্ম সার্টিফিকেট।
বাসিন্দা সার্টিফিকেট আবেদন করার ডাইরেক্ট লিংক » https://edistrict.wb.gov.in/
0 Comments