Nabanna Scholarship Status Check: নবান্ন স্কলারশিপে স্ট্যাটাস চেক অনলাইন, 10000 টাকা কবে পাবে দেখে নাও ?
Nabanna
Scholarship Status Check 2023-24: রাজ্য সরকারের জনপ্রিয় একটি স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই স্কলারশিপ এর সূচনা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্র মেধাবী পড়ুয়াদের জন্য এই স্কলারশিপটির সূচনা করেন। এই স্কলারশিপে তুলনামূলক কম মেধাবী ছাত্রছাত্রী অর্থাৎ যাদের নাম্বার ৬০ শতাংশের কম আছে এবং যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক আপডেট
চলতি শিক্ষাবর্ষে যেসকল ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপে আবেদন করেছো তোমারা কিভাবে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবে? (Nabanna Scholarship Status Check
Official Website) অর্থাৎ কিভাবে জানতে পারবে যে তোমার স্কলারশিপ গ্রাহ্য হয়েছে কিনা অর্থাৎ তুমি স্কলারশিপের টাকা পাবে কিনা।
তাই যেসকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করেছে তারা কিভাবে এই স্কলারশিপের স্ট্যাটাস চেক করবে (Westbengal Nabanna Scholarship Chief
Minister) সে নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বৃত্তির নাম |
নবান্ন স্কলারশিপ |
বৃত্তির পরিমাণ |
বার্ষিক ১০,০০০ টাকা |
যোগ্য ছাত্রছাত্রী |
সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ শিক্ষার্থী |
প্রয়োজনীয় নাম্বার |
৫০% থেকে ৬০% এর মধ্যে |
আপডেট |
স্ট্যাটাস চেক (Status Check) |
হেল্পলাইন নম্বর |
033
2253 5335 [সোমবার থেকে শুক্রবার] |
যে সকল পড়ুয়ারা নবান্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং আবেদন করতে চান তাদের জন্য সরাসরি লিংক » Nabanna Scholarship 2023 Apply
নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক পদ্ধতি (Nabanna Scholarship Status Check)
নবান্ন স্কলারশিপে স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
(১) প্রথমে নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য প্রথমে Google, Chorme বা যেকোনো Browser এ https://cmrf.wb.gov.in/ লিখে সার্চ করতে হবে বা সরাসরি এই লিংকে ক্লিক করেও তোমারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
(২) অফিসিয়াল ওয়েবসাইট এর হোমপেজ আসার পর নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। সামান্য স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে “Applicant
Services”। এরপর “Applicant Services” এর মধ্যে থাকা
“Check Application Status” অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর একটি নতুন পেজ ওপেন হবে।
(৩) এরপর নবান্ন স্কলারশিপে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারটি যথাস্থানে পূরণ করতে হবে।
(৪) এরপর রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি ওটিপি (OTP) আসবে সেই ওটিপিটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
(৫) এরপর নিচে নীচে “Sequrity Code” থাকবে সেটা দেখে দেখে হুবহু উপরের ঘরটিতে লিখতে হবে।
(৬) সবশেষে “Submit” অপশনটিতে ক্লিক করলেই তুমি তোমার স্কলারশিপের স্ট্যাটাস দেখতে পাবে। তুমি তোমার স্ট্যাটাস দেখে বুঝতে পারবে যে তোমার স্কলারশিপ গ্রাহ্য হয়েছে কিনা এবং তুমি আর কতদিন পরে স্কলারশিপ থেকে টাকা পেতে চলেছ।
Nabanna Scholarship স্ট্যাটাস চেকের অফিসিয়াল ওয়েবসাইট লিংক
*এছাড়াও সরাসরি নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে এখানে ক্লিক করুন » Check Application Status
প্রিয় ছাত্র-ছাত্রীরা আজকের এই প্রতিবেদনে তোমাদের নবান্ন স্কলারশিপে কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই প্রতিবেদনটি কার্যকর মনে হলে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।
0 Comments